Forex means foreign currency exchange. If someone you know is trading Forex, one word you may have heard repeatedly is PIPs. What is PIP in Trading, and how pips are calculated in forex, will be discussed a little more seriously in the next few minutes.
আচ্ছা এটা তো গেল সহজ হিসাব আমরা পয়সার বদলে পিপ হিসাব করছি। কিন্তু EURO/USD পেয়ারের হিসাব কিভাবে করবেন? মনেকরুন EURO/USD 1.3090 থেকে 1.3095 এ চলে গেল।
ফরেক্স অর্থাৎ ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। যদি আপনার পরিচিত কেউ ফরেক্স ট্রেড় করে থাকে তবে হয়ত একটি শব্দ বারবার শুনে থাকবেন সেটা হল পিপ্স।
কি এই পিপস, কিভাবে হিসাব করা হয়, এ সম্পর্কে সামান্য গুরুগম্ভীর আলোচনা করা হবে আগামী কয়েক মিনিট।
What is PIP in Trading:
মনেকরুন আপনি একজন ফরক্স ট্রেড়ার। এখন ফরেক্স মার্কেটে আনুমানিক ২০০ এর মত কারেন্সি আছে। এবং এই ২০০ কারেন্সির আবার হাজারও পেয়ার (pair) আছে। মনেকরুন আজকে আপনি BDT/USD পেয়ারে ট্রেড় করলেন।
![]() |
What is PIP in Trading |
আপনি কিনেছেন ৮৪.৫০ টাকায় আর বিক্রি করেছেন ৮৫ টাকায়। তাহলে এখানে আপনার লাভ হল ৫০ পয়সা প্রতি ডলারে।
এখন আপনার এই ট্রেড়ের কাহিনী যদি আপনি ফ্রান্সে থাকা কোন ব্যাক্তিকে বুঝানোর চেষ্টা করেন তবে কি হবে? আপনি যদি তাকে বলেন আজকে আমি প্রতি ডলারে ৫০ পয়সা লাভ করেছি, বা INR/USD পেয়ারে ট্রেড় করে আমি প্রতি রুপিতে ২০ সেন্ট করে লাভ করেছি।
তাহলে ফ্রান্সে থাকা বেচারা বুঝতেই পারবে না আপনার কত ডলার লাভ অথবা লস হয়েছে। একই ভাবে মনেকরুন EURO/USD এর দাম 1.03050 থেকে বেড়ে 1.03100 হল। এখানে তো প্রাইসের পার্থক্য ১ সেন্টের চেয়েও কম।
এখন কিভাবে বুঝাবেন? আরও মজার ব্যাপার ঘটবে যদি USD/JPY পেয়ারে ট্রেড় করি তাহলে। মনেকরুন USD/JPY এর প্রাইস ১২৮ থেকে ১৩৩ হয়ে গেল।
এখন কি বলবেন? এতক্ষন পয়সা বা সেন্টে হিসাব করছিলাম। কিন্তু জাপানিজ মুদ্রার ক্ষেত্রে পয়সাকে কি বলে সেটা তো আর আমরা জানি না। আর এরকম হাজার হাজার পেয়ারের প্রত্যকটার জন্য আলাদা আলাদা হিসাব করাও সম্ভব না।
এভাবে যদি কেউ পয়সা বলা শুরু করে দেয়, আবার কেউ সেন্ট বলা শুরু করে দেয়, তবে স্বাভাবিকভাবেই একজন সাধারন ট্রেড়ার বিভ্রান্তিতে পড়ে যাবে।
এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আবিষ্কার করা হয় নতুন একটি ইউনিভার্সাল সিস্টেম পিপ্স।
PIPs Meaning Forex:
পিপ হল প্রাইসের সবচেয়ে ছোট পরিবর্তন। একটু প্রফেশনাল ভাবে বললে পিপ হল কোন কারেন্সির 1 Basis Point. আরেকটু সহজ করে বললে পিপ হল কোন কারেন্সির ১% বা শতকরা ১ ভাগ। আচ্ছা এটা তো বইয়ের সংজ্ঞার মত হয়ে গেল।
সমস্যা নেই চলুন উদাহরনের মাধ্যমে বুঝা যাক। মনেকরুন USD/BDT এর প্রাইস ৮৪.৫৬ থেকে বেড়ে ৮৪.৫৭ হয়ে গেল। এটাই তো USD/BDT পেয়ারের সবচেয়ে ছোট পরিবর্তন।
তাহলে আমরা বলতে পারি যে, উক্ত পেয়ার ১ পিপ মুভমেন্ট করেছে। আবার প্রাইস যদি ৮৪.৫৬ থেকে ৮৪.৫৫ এ চলে যায় তখন কি বলব? তখনও আমরা বলব উক্ত পেয়ার ১ পিপ মুভমেন্ট করেছে। এখন ধরুন USD/BDT পেয়ারে আপনি এন্ট্রি করলেন ৮৪.৫০ এ।
কিছুক্ষণ পর প্রাইস চলে গেল ৮৪.৬০ এ। তাহলে আপনি বলবেন আমার ১০ পিপ লাভ হয়েছে। যদি ৮৪.৫০ থেকে ৮৫.৫০ এ চলে যায়? তবে আপনার প্রফিট হবে ১০০ পিপ।
আচ্ছা এটা তো গেল সহজ হিসাব আমরা পয়সার বদলে পিপ হিসাব করছি। কিন্তু EURO/USD পেয়ারের হিসাব কিভাবে করবেন? মনেকরুন EURO/USD 1.3090 থেকে 1.3095 এ চলে গেল।
আমরা জানি যে, প্রাইসের সবচেয়ে ছোট পরিবর্তনকে ১ পিপ বলে। সেই হিসাবে এখন আমরা বলব উক্ত পেয়ার ৫ পিপ পজিটিভ মুভমেন্ট করেছে।
How PIPs Are Calculated:
সাধারনত যেকোন পেয়ারের প্রাইস ৪ ডেসিমাল (যেমন: ১.৩০৯০) অথবা ২ ডেসিমালে (যেমন : ৮৪.৫০) প্রকাশ করা হয়। ৪ ডেসিমেল মানে দশমিকের পরে চার ডিজিট।
আর দুই ডেসিমালের মানে দশমিকের পরে দুই ডিজিট। আগে এভাবেই দুই অথবা চার ডেসিমালে প্রাইস হিসাব করা হত। তবে বর্তমানে পাঁচ ডেসিমালে হিসাব করা হয়।
কারন আগে ব্রোকারেজ ফি ছিল খুব বেশি; ১৫ পিপ, ৩০ পিপ, ৪০ পিপ, এরকম। কিন্তু বর্তমানে প্রতিযোগীতা এত বেড়ে গেছে যে, ব্রোকারেজ ফি এখন ২.৫ পিপ, ৩.৫ পিপ, এভাবে চার্জ করা হয়।
![]() |
What is PIP in Trading |
একারনে সবচেয়ে ছোট একক পিপ সেটাকেও ভেঙ্গে অর্ধেক করা হয়েছে। যার কারনে আগে EURO/USD চার ডেসিমালে কোড করা হলেও বর্তমানে পাঁচ ডেসিমালে কোড করা হয় এবং দুই ডেসিমালের বদলে ৩ ডেসিমাল কোড করা হয়।
Conclusion:
উল্লেখ্য যে, যে সব ব্রোকার পাঁচ ডিজিট বা তিন ডিজিটে কোড করে থাকে, তারা লাস্ট ডিজিট অর্থাৎ যেটি পিপকে ভেঙ্গে বানানো হয়েছে সেটি তুলনামূলক ছোট অক্ষরে লিখে হয়ে থাকে।
পাঁচ ডিজিটের বেলায় আমরা পিপ হিসাব কবর চতুর্থ ডিজিট থেকে। আর তিন ডিজিটের বেলায় দ্বিতীয় ডিজিট থেকে।
No comments:
Post a Comment
Thanks for comment us.